ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ : মেয়র আতিক
দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোনো মার্কেটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (৩ মে) রাজধানী মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, চলমান লকডাউনে ব্যবসায়ীদের লোকসানের কথা বিবেচনা করে দোকানপাট খুলে দিয়েছে সরকার। তার আগে স্বাস্থ্যবিধি মানবেন বলে লিখিত দিয়েছেন দোকান মালিকেরা। এখন ডিএনসিসি এলাকার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে। কাল থেকে আমি নিজে সব মার্কেটে ঘুরব। কোনো মার্কেটে দোকানি এবং ক্রেতাকে মাস্ক ছাড়া পাওয়া গেলে ওই দোকান বন্ধ করে দেয়া হবে।
এমএমএ/জেএইচ/এমকেএইচ