অনলাইনে প্রকাশ হলো এক মুঠো ভালোবাসা


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০১৫

সময়ের সাথে সাথে বদলেছে গানের ধরণ। সেইসাথে পরিবর্তিত হয়েছে গান প্রকাশের স্টাইল। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর নানা অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন শিল্পীরা। তাই শ্রোতাদের কাছে তারা অভিনব পন্থায় গান নিয়ে হাজির হচ্ছেন।

তার মধ্যে অনলাইনে গান প্রকাশনা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অবশ্য বিশ্বজুড়ে গান প্রকাশের এই ডিজিটাল মাধ্যমটি দীর্ঘদিন ধরেই গ্রহণযোগ্যতা পেয়েছে।

সেই পথেই পা রাখলো কে.পি. নিপুর একক কথা ও আয়োজনে মিক্সড অ্যালবাম ‘এক মুঠো ভালোবাসা’। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক রেজোয়ান শেখ।

অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ইলিয়াস, নির্ঝর, লুৎফর হাসান, অরিন, রেজোয়ান, আনিসা, শায়লা রহমান, শাহরিদ বেলাল, মাইশা, রুবেল, সায়মা, রকি, আরিফ, কে.পি. নিপু ও নূর আলম।

অ্যালবামটি প্রসঙ্গে কে.পি. নিপু বলেন, ‘অ্যালবামে সব ধরনের গান রাখার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের গানের তৃষ্ণা মিটাতে আমাদের এই প্রয়াস কিছুটা হলেও সার্থক হবে।’

তিনি জানান, খুব শিগিগরই ‘এক মুঠো ভালোবাসা’ অ্যালবামের বেশ কিছু মিউজিক ভিডিও টইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। অ্যালবামের ডিজিটাল পার্টনার টইগার মিডিয়া।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।