সিরিয়ায় আইএসের হাতে খুন ৩৫০০
সিরিয়ায় ২০১৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৯০ জন মানুষকে হত্যা করেছে আইএস। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। শুধু গত মাসেই সিরিয়ার মাটিতে হত্যা করেছে ৫৩ জনকে।
সংস্থাটি বলছে, ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টিকারী এ গোষ্ঠী সাধারণত মানুষকে গলা কেটে অথবা পুড়িয়ে হত্যা করে। এছাড়া, গুলি চালিয়ে সংঘটিত করে গণহত্যা। খুন হওয়া এসব মানুষের মধ্যে সুন্নি শেইতাত উপজাতির অন্তত ৯৩০ জন সদস্য রয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে গত বছর এসব উপজাতি সদস্যকে হত্যা করা হয়।
গত কয়েক মাসে উগ্রবাদী আইএস বা দায়েশ প্রতিদ্বন্দ্বী ২৪৭ জন বিদ্রোহী ও কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে। এর পাশাপাশি সরকারি সেনা হত্যা করেছে ৯৭৫ জন।
এছাড়া, নিজেদের ৪১৫ জন সদস্যকে গুপ্তচরবৃত্তির অভিযোগে হত্যা করেছে এ সন্ত্রাসী গোষ্ঠীটি।
আরএস/এমএস