টাঙ্গাইলে শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোররাতে শহরের সাহাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের স্পেশাল শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেছ আলী মিয়া জানান, নাশকতার আশঙ্কায় টাঙ্গাইল পৌর শহরের বাজিতপুর সাহাপাড়ার একটি ছাত্রাবাস থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নাশকতার কাজে ব্যবহৃত বই, লিফলেট, ব্যানারসহ জিহাদি বই উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি মাহফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে শিবিরের সাথী পর্যায়েরও নেতা রয়েছে।

আরিফ উর রহমান টগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।