জঙ্গি সাজিদের ভাই আটক


প্রকাশিত: ০৩:০৮ এএম, ১২ নভেম্বর ২০১৪

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন শেখ রহমতউল্লাহ ওরফে সাজিদের বড় ভাই মো. মোনায়েমকে আটক করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের ফরাজিকান্দা এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সাজিদের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে বোমা হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এদিকে র‌্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইংয়ের উপ-পরিচালক রুম্মান মাহমুদ জানান, সাজিদের বিষয়ে জানতে মূলত তাকে আটক করা হয়েছে।

সাজিদের গ্রামের বাড়ি ফরাজিকান্দার লাহোরনগর। বাবার নাম সিদ্দিকুর রহমান ওরফে পচা মিয়া। সাজিদ যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। সে ২০০৭ সালে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলাও হয়। সেই মামলায় সাজিদ জামিনে বের হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।