পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা জরিপের নির্দেশ


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

রাষ্ট্রপরিচালিত বিপিসিকে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে ২০১৭ সাল নাগাদ ২৫০ কিলোমিটার দীর্ঘ জ্বালানি পাইপলাইন স্থাপনের জন্য সম্ভ্যাব্যতা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়েছে। পরিবহন খরচ হ্রাস ও পাচার বন্ধে এই পাইপলাইন নির্মাণ করবে সরকার।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার বলেন, ‘বার্ষিক ১৩০ কোটি টাকা সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চট্টগ্রাম ও ঢাকার মধ্যে ২৫০ কিলোমিটার জ্বালানি পাইপলাইন স্থাপন করবে।

তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ বছরের ২২ আগস্ট এই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত জ্বালানি সরবরাহের মাধ্যমে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের প্রধান বিমানবন্দরে এই পাইপলাইন জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করবে।

সরকার ১২শ’ কোটি টাকা ব্যয়ে এই পাইপলাইন বসাবে এবং এতে সড়ক পথে জ্বালানি চুরি নিয়ন্ত্রণের মাধ্যমে বছরে সাশ্রয় হবে ১৩০ কোটি টাকা।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।