বর্তমান সরকার কোনো কাজেই ব্যর্থ হননি


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকার কোনো কাজেই ব্যর্থ হননি। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শহর থেকে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

অল্প সময়ের মধ্যে যেসব গ্রামাঞ্চলে বিদ্যুতের অভাব রয়েছে তাও আর থাকবে না। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা পেলেই উন্নয়নের পথ আরো প্রসার হবে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর উন্নয়নের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদ্যুতের ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, জাসদ নেতা খাদেমুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুর আলম মুকুল প্রমুখ।

রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।