দাখিল পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

এবারের দাখিল পরীক্ষা  ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ শেষ হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রোববার এ সূচি প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি কুরআন মাজিদ ও তাজবিদ।  ৩ ফেব্রুয়ারি হাদীস শরীফ। ৭ ফেব্রুয়ারি আরবি  ১ম পত্র। ৯ ফেব্রুয়ারি আরবি ২য় পত্র। ১১ ফেব্রুয়ারি ফিকহ ও উসুলল ফিকহ। ১৪ ফেব্রুয়ারি ইংরেজি (অনিয়মিত) ও ইংরেজি ১ম পত্র। ১৬ ফেব্রুয়ারি ইংরেজি ২য়পত্র। ১৮ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফযুল কুরআন গ্রুপ)।

২৩ ফেব্রুয়ারি সাধারণ গণিত। ২৫ ফেব্রুয়ারি বাংলা (অনিয়মিত), বাংলা প্রথম পত্র । ২৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয়প্রত্র। ১মার্চ ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়)। ৩ মার্চ পৌরনীতি, মানতিক, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) । ৬ মার্চ রসায়ন (তত্ত্বীয়)। ৮ মার্চ পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)। ১০ মার্চ উচ্চতর গণিত (তত্ত্বীয়)।

বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৫মার্চ হতে ১৯ মার্চ প্রতিদিন সকাল১০ টায় অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।  

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।