চমেকে ইন্টার্ন চিকিৎসকদের একাংশের অঘোষিত কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ এপ্রিল ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে পূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ।

বুধবার (২৮ এপ্রিল) চমেক হাসপাতালের কোনো ওয়ার্ডেই ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ দিতে দেখা যায়নি।

সূত্রে জানা গেছে, চমেক ছাত্রলীগের একটি পক্ষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুসারীদের। অপর পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারীদের। ক্যাম্পাসে গত এক বছরে উভয় পক্ষের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে আহত কিংবা মামলার ঘটনাও ঘটে।

সবশেষ গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) সিএমসি ক্যান্টিনে এক ছাত্রলীগ নেতাকে কটূক্তির ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন হালকা আহত হওয়ার কথা বলে পুলিশ। এর জের ধরে বুধবার কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকদের একাংশ।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, 'ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির বিষয়টি আমার জানা নেই।'

তবে সূত্র বলছে, চমেক হাসপাতালে আ জ ম নাছির অনুসারী ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। দুপুরে নওফেল ও নাছির গ্রুপের মধ্যে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিজানুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।