মানিকগঞ্জে চার্চের ফাদারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৯ নভেম্বর ২০১৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকাস্থ খ্রিষ্টান গীর্জার ধর্মযাজক রেভারেন্ড ফাদার ডমিনিক রোজারিও নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। মুখোশধারী ছয় যুবক মোটরসাইকেলে এসে তার অবস্থান সর্ম্পকে খোঁজ নেয়ার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন। গীর্জা এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খ্রিষ্টান মিশন পরিচালিত উথলী গীর্জা ও সাধ্বী আঞ্জেলা ছাত্রীনিবাসের রাধুনি মিনজুলি জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে গীর্জার প্রধান ফটকে কড়া নাড়ার শব্দে এগিয়ে যান তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী ছয় যুবক তার কাছে গীর্জার ফাদার ও সিস্টারের অবস্থান সর্ম্পকে জানতে চান। ফাদার ও সিস্টার ভেতরে না থাকার কথা শুনে তারা চলে যান। এ সময় পার্শ্ববর্তী ছাত্রাবাসে থাকা সিস্টার মেরী ছবিকে বিষয়টি জানানো হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর খ্রিষ্টান মিশন পরিচালিত গীর্জা ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে গীর্জার ধর্মযাজক রেভারেন্ড ফাদার ডমিনিক রোজারিও নিরাপত্তা চেয়ে শিবালয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

Manikgong

রেভারেন্ড ফাদার ডমিনিক রোজারিও জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল আমাকে কেউ অনুসরণ করছে। বিষয়টি থানা পুলিশকেও জানিয়ে ছিলাম। শনিবারের ঘটনার পর থেকে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণেই থানায় জিডি করেছি।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়া ফাদারসহ গীর্জা ও স্কুলের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে গীর্জা ও স্কুলের সামনের রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি।

প্রসঙ্গত, ফাদার ও সিস্টার দুইজনেই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। দীর্ঘ দিন ধরে তারা এ গীর্জার দায়িত্বে রয়েছেন।

বি এম খোরশেদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।