মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৭ এপ্রিল ২০২১

মোবাইল চুরির বিবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর হত্যার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন আরাফাত (১৯), মো. মহিম (১৪), মো. হাসান ওরফে শাহীন (১৪), রহমত উল্লাহ (১৩) ও আবু রাশেদ ওরফে কামাল (১৫)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে এক সপ্তাহ আগে মোবাইল চুরি নিয়ে রফিকুলের সঙ্গে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে আসেন মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। এর একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাত করেন ইয়াছিন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ইয়াসিনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।

পুলিশ আরও জানায়, ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রাম নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে কয়েকঘণ্টার মধ্যে চার কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘মোবাইল চুরি নিয়ে বাকবিতণ্ডার জেরে সোমবার রাতে রফিক নামে এক কিশোরকে হত্যা করে মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিহত রফিকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ চার কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মিজানুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।