বরুড়ায় বিএনপির একক, আ.লীগের একাধিক প্রার্থী মাঠে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৯ নভেম্বর ২০১৫

কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। দলীয় এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এ) একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী গণসংযোগ করলেও বিএনপির রয়েছে একক প্রার্থী। নির্বাচনকে ঘিরে এলাকায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে রয়েছে নানা শঙ্কা।

জানা যায়, নির্বাচনকে সামনে রেখে আ. লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দলের জেলা-উপজেলা পর্যায়ে লবিং শুরু করেছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যারা প্রচারণায় মাঠে আছেন তারা হলেন- আওয়ামী লীগ থেকে চারবারের সাবেক এমপি মরহুম আবদুল হাকিমের ছেলে ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএনএম মইনুল ইসলাম, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান, হাজী আমির হোসেন, সাবেক ভিপি মো. আবদুল মন্নান, নাছির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন, শাহীনুর হোসেন, খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর হাজী মো. নজরুল ইসলাম (নজির)।

এদিকে, জাতীয় পার্টির (এ) সম্ভাব্য প্রার্থীরা হলেন- আবদুল বারী মাস্টার, সোহেল মাহমুদ। বিএনপির একক প্রার্থী বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে ৬-৭ জন করে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌর এলাকার বাড়ি বাড়ি দোয়া চেয়ে ঘুরে ফিরছেন সম্ভাব্য এসব প্রার্থীরা। এ পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৫৫৯ জন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।