রাজধানীতে নিজের বাসায় আ.লীগ নেত্রী খুন, সন্দেহে স্বামী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০২১

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় মোছা. উমামা বেগম কনক (৪০) নামে আওয়ামী লীগের এক নেত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে তার স্বামী ওমর ফারুককে অভিযুক্ত করা হচ্ছে।

উমামা বেগম কনক ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য। মিরপুর ডিওএইচএস ৭৪৩ নম্বর বাসার ৩/ডি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই দম্পতি।

স্বজনদের অভিযোগ, শুক্রবার (২৩ এপ্রিল) রাতের কোনো এক সময় কনককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী। রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

কনকের আত্মীয় রুমা বেগম বলেন, রাতে আমরা কনককে বাসায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বামী ওমর ফারুক তাকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন।

কনকের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মিরপুর ডিওএইচএস থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী জাগো নিউজকে বলেন, কনকের স্বামী তাকে হত্যা করেছেন।

এসইউজে/এসএস/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।