মুভমেন্ট পাস পেতে ২০ কোটি হিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ এএম, ২৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত দ্বিতীয় দফার লকডাউন চলছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে গত ১৩ এপ্রিল মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন।

শনিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১০ দিনে মোট ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জনকে মুভমেন্ট পাস দেয়া হয়েছে। আর গত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি।’

এআইজি সোহেল রানা বলেন, ‘একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই মুভমেন্ট পাস ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবলমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।’

বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অযথা কিংবা বিনা প্রয়োজনে বাইরে না বের না হয়ে পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করার কথা বলেন এই কর্মকর্তা। প্রয়োজনীয় কারণে যদি বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ (লকডাউন)। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।