রাজবাড়ী পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা


প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় ছেলে রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিতের নাম ঘোষণা করা হয়।

এর আগে, জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা, রাজবাড়ী পৌরসভার পূর্ণ কমিটি, সকল সহযোগী সংগঠন ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ৯টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নিয়ে এক সমন্বয় সভা।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক গাজী আহসান হাবীব, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী এহসানুল করিম হিটু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

যদিও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইতোপূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, আলতাফ হোসেন মুরাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল আনাম বকুল আবেদন ফরম সংগ্রহ করেছিলেন। তবে ওই সভায় সর্বসম্মতিক্রমে অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিতকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।