বরিশালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

দিনাজপুরে খ্রিস্টান ধর্মযাজককে হত্যার চেষ্টা ও ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস বলেন, ধর্মীয় উগ্রবাদ মাথা চড়া দিয়ে উঠেছে। এরা দেশে অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে। যার ধারাবাহিকতায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে খুন জখম করা হচ্ছে। এদের প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি গ্রগতিশীল সকল জনতার এগিয়ে আসা উচিত।

এসময় আরও বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য কোলরেন্স বাবু গোমেজসহ অন্যরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি মৃণাল সাহা।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।