কাঁচাবাজারে ভিড়, বালাই নেই স্বাস্থ্যবিধির
সরকার ঘোষিত লকডাউন চললেও কাঁচাবাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। করোনা থেকে সুরক্ষায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ফলে করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে এখানে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে এ চিত্র দেখা গেছে।
বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে সরকার লকডাউন ঘোষণা করলেও এই কাঁচাবাজারে কখনও স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়নি। বাজার যতক্ষণ খোলা থাকে, ততক্ষণই মানুষের ভিড় থাকে।
সরেজমিন দেখা যায়, মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে দোকানিদের কিছু অংশ মুখে মাস্ক পরলেও অনেকেই পরছেন না। অনেকে মাস্ক পরলেও ঠিকমতো পরছেন না। ভিড় থাকা সত্ত্বেও বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে খুব একটা সচেতনতা নেই।
এই বাজার থেকে প্রয়োজনীয় কাঁচাবাজার করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মো. আশরাফ। তিনি জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার ছাড়া বাজার করার সময় পাই না। তাই আজ বাজার করতে এসেছি। তাছাড়া এখানে বাজারই একটা। প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখানে না এসে উপায় নেই।’
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে বাজারে তেলাপোকা-ছারপোকা মারার ওষুধ বিক্রি করেন মো. আসাদ মামুন। তিনি বলেন, ‘আমি প্রত্যেক দিন এখানে ওষুধ বিক্রি করি। সরকার লকডাউন দিয়েছে, কিন্তু কোনোদিনও এখানে স্বাস্থ্যবিধি মানতে দেখি নাই। এই বাজারে সবসময়ই মানুষের ভিড়।’
পিডি/এমএইচআর/এমএস