ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৫


প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকার রহমতপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন রহমতপাড়া মহল্লার মৃত ফুল মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৩৫), তার ছেলে শেখ শামীম (২০) ও ভাতিজা কাউছার (২৫)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীরা ১০টি ঘরবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

স্থানীয়রা জানান, রহমতপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিক মিয়া দীর্ঘনি ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। শনিবার বিকেলে মহল্লার ফুল মিয়ার ছেলে শেখ শাকিল স্থানীয় কয়েকজন বাসিন্দাকে নিয়ে শফিক মিয়াকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। কিন্তু শফিক শাকিলের সঙ্গে দুর্ব্যবহার করলে শাকিলের ছোট ভাই শামীম শফিককে থাপ্পড় দেন।

এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে শফিক তার ১৫/২০ জন সহযোগী নিয়ে এলাকায় হামলা চালায়। হামলা চলাকালে অন্তত ১০টি ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।