আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ এএম, ২৩ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

ভবনটির নিচতলায় ক্যামিক্যালের গোডাউন

তিনি বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলায় একটি ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়েছে। এখন মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভোর ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন উপস্থিত হয়েছেন।

জানা গেছে, ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউনের গোডাউন থাকায় আগুন ধীরে ধীরে বাড়ছে। ভবনের দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে। ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়েছেন। বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

টিটি/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।