কক্সবাজারে গোলা বিস্ফোরণে সেনাসদস্য নিহত


প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৫
বিস্ফোরণে আহত তিন সেনাসদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় মনখালী এলাকায় সেনাবাহিনীর শীতকালীন নিয়মিত মহড়ার সময় কামানের গোলা বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সেনাবাহিনীর আরও তিন সদস্য।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর রামুস্থ ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

নিহত সেনাসদস্যের নাম করপোরাল ইব্রাহিম খলিল। আহতরা হলেন লে. নায়েক হাবিবুর রহমান (৪০), করপোরাল হুমায়ুন (৪৩) ও সার্জন রাসেল (৩১)।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।