ঝুলন্ত তার অপসারণ করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢাকাসহ সারাদেশের ঝুকিপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার পর্যায়ক্রমে অপসারণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেন অতিদ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরীর রাস্তার পাশের ঝুকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ও বিতরণ লাইনকে ভূগর্ভস্থ বিতরণ লাইনের আওতায় আনয়ন সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভূগর্ভস্থ লাইন থাকা সত্বেও কোয়াব বা আইএসপি যদি না যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। অন্যদিকে ফাইবার এট হোম, সামিট কমনিকেশন লিঃ কতটা এলাকা ভূগর্ভস্থের আওতায় এনেছে তাও যথাযথ তদন্তের নির্দেশ প্রদান করেন।
উপ-সচিব মোহাম্মদ বজলুল রহমানকে আহ্বায়ক করে এতদসংক্রান্ত একটি কমিটি করে দেয়া হয়। ২০ নভেম্বরের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রদান করবে।
নসরুল হামিদ বলেন, জনগণের দোরগোড়ায় আমরা তথ্য ও বিনোদন পৌঁছে দিতে চাই, কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে নয়। সুষ্ঠ ব্যবস্থাপনা গ্রহণ করে ঢাকাকে সুন্দর নগরীতে আমরা পরিণত করতে চাই। এ জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন।
এ সময় অন্যান্যের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।