নির্বাচনী প্রচারণায় খালেদা কেন?


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

‘পৌর নির্বাচনের প্রচারণায় আমরা সুযোগ না পেলে খালেদা পাবে কেন?’ ইসির উদ্দেশ্যে এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন কমিশন এখানে দ্বৈত নীতি অনুসরণ করেছেন, যা ঠিক হয়নি।’

শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন দিয়েছি। দলীয়ভিত্তিতে করলে অসুবিধা কী? এখন আবার টকশোতে আলোচনা হচ্ছে-কেন দলীয় ভিত্তিতে নির্বাচন দিয়েছি? দিলেও দোষ, না দিলেও দোষ।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘পৌর নির্বাচনের প্রচারণায় মন্ত্রীরা না যেতে পারলেও সংসদ সদস্যদের যাওয়ার সুযোগটি অন্তত রাখা দরকার ছিল।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘বিএনপি আসছে। ভালো কথা। আওয়ামী লীগ সবসময় খেলার মাঠে প্রস্তুত। আমরা ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা এগোলেও আছি। পেছালেও প্রস্তুত আছি। আসুন। মাঠে খেলা হবে।’

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে। সাধারণ মানুষকে সেবার স্বপ্ন ছিল ডা. মিলনের।’

বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার, বিএমএ’র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

এএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।