চট্টগ্রামে ১৭৫০ মণ সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর একটি সরকারি খাদ্য গুদামের এক ট্রাক চালের সন্ধানে গিয়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে একে একে প্রায় ৭০ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান চালায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) একটি দল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদামের মালিক আব্দুল বাহার মিয়াকে গ্রেফতার এবং চাল পরিবহনে জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি- বন্দর) ইয়াছির আরাফাত জাগো নিউজকে বলেন, 'গতকাল (মঙ্গলবার) রাতে ভারত থেকে আমদানি করা এক ট্রাক চাল বন্দর থেকে খালাস হয়ে নোয়াখালী চরভাটা এলএসডি সরকারি গুদামে যাওয়ার কথা। কিন্তু ট্রাকটি সেখানে না গিয়ে পাহাড়তলী এলাকার এক ব্যবসায়ীর গুদামে চাল রাখছিল। গোপন সংবাদে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। পরে সেখান থেকে প্রায় ৭০ হাজার কেজি ওজনের ১৪০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় ওই গুদামের মালিককে গ্রেফতার এবং চাল পরিবহনে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার গুদাম মালিকের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।'

মিজানুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।