অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২১

রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে চারটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-২ এর উদ্যোগে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় চারটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

jagonews24

বুধবার (২১ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে বিষয়টি জানান র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকার পারভিন বেকারি, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরি, সেভেন স্টার ফুড প্রোডাক্টস এবং মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়- কারখানাগুলো অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে।

jagonews24

এসব অভিযোগে পারভিন বেকারিকে ৩ লাখ, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ, সেভেন স্টার ফুড প্রোডাক্টসকে ১ লাখ, মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

টিটি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।