আজকের সাধারণ জ্ঞান : ২৮ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৮ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘ভারতের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের নতুন নাম কী?
উত্তর : বাংলা প্রদেশ।

২. প্রশ্ন : ইংল্যান্ডের রাণীকে কবে ভারতের সম্রাট ঘোষণা করা হয়?
উত্তর : ১৮৭৭ সালে।

৩. প্রশ্ন : ভারতরক্ষা আইন প্রণীত হয় কোন সালে?
উত্তর : ১৯১৫ সালে।

৪. প্রশ্ন : সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের?
উত্তর : ভারতের।
 
৫. প্রশ্ন : কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের প্রধান জোট কোনটি?
উত্তর : অল পার্টি হুরিয়াত কনফারেন্স।

৬. প্রশ্ন : ফুলনদেবীকে কত তারিখে খুন করা হয়?
উত্তর : ২৫ জুলাই ২০০১।
 
৭. প্রশ্ন : ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে শপথ গ্রহণ করেন?
উত্তর : ২৬ মে ২০১৪।
 
৮. প্রশ্ন : নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী?
উত্তর : ১৬ তম।

৯. প্রশ্ন : ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে?
উত্তর : মীরা কুমার।

১০. প্রশ্ন : কত তারিখে ভারতের কিংবদন্তি বনদস্যু বীরাপ্পন নিহত হয়?
উত্তর : ১৮ অক্টোবর ২০০৪।
 
১১. প্রশ্ন : বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনের নাম কী?
উত্তর : লিবারহ্যান কমিশন।

১২. প্রশ্ন : ঐতিহাসিক বাবরী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ভারতের অযোধ্যায়।

১৩. প্রশ্ন : ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর : RAW.

১৪. প্রশ্ন : ‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ড বাহিনী?
উত্তর : ভারতের।

১৫. প্রশ্ন : ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : আবদুল গাফফার খান।
 
১৬. প্রশ্ন : টিপু সুলতান কে ছিলেন?
উত্তর: মহীশুরের শাসনকর্তা।
 
১৭. প্রশ্ন : ভারতের রাজীব গান্ধী বোমা বিস্ফোরণে কবে নিহত হন?
উত্তর : ২১ মে ১৯৯১।

১৮. প্রশ্ন : রাজীব গান্ধী হত্যার সঙ্গে জড়িত মহিলা কোন সংগঠনের সদস্য?
উত্তর : এলটিটিআই।
 
১৯. প্রশ্ন : রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কী?
উত্তর : থানু।
 
২০. প্রশ্ন : বেফোর্স কেলেঙ্কারির সঙ্গে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী কে?
উত্তর : রাজীব গান্ধী।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।