আচরণবিধি পরিবর্তনের জন্য ইসিতে যাবেন এমপিরা


প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ নভেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণার সুযোগের আবদার নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন ক্ষমতাসীন দলের এমপিরা। আচরণবিধিমালা পরিববর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে রোববার  সাক্ষাত করবেন তারা।  

শনিবার দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রিয়াজুল কবীর কাউসার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আচরণবিধি নিয়ে কথা বলতে ইসিতে যাবেন তারা। গত বৃহস্পতিবার রাতে দলটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচনী আচরণবিধিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সজ্ঞায় প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়ররা এ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।