বাংলাদেশ উদীয়মান বাঘ : মজিনা


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ নভেম্বর ২০১৪

এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উদীয়মান বাঘ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইকনোমিক রিপোর্টারস ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মজিনা বলেন, আইনের শাসনকে উন্নত করে, লাল ফিতার দৌরাত্ব, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা কমিয়ে আনতে পারলে এই উদীয়মান বাঘ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগের কাংক্ষিত স্থান অর্জন করতে পারবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি আমি বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছি। এই ভ্রমণের মাধ্যমে আমি জানতে পেরেছি বাংলাদেশ কতটা সমৃদ্ধশীল। এদেশের উর্বর মাটি, প্রচুর পরিমাণ পানি, চমৎকার জলবায়ু, বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ, উন্নত মানের কয়লার মতো মূল্যবান সম্পদ রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেশের মানুষর কঠোর পরিশ্রমী, সৃষ্টিশীল এবং উদ্যোগী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান একটি অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশ্বে বাংলাদেশের সব চেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র (পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি)। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম এবং রেমিটেন্স ক্ষেত্রে তৃতীয় ও দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী অংশীদার।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইকোনোমিক রিপোর্টারস ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।