বদলগাছী সমিতির গুণীজন সম্মাননা


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০১৫

বদলগাছী সমিতির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তিন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি রেস্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কৃতি সন্তান দেশবরেণ্য সংগীত শিল্পী শবনম মুশতারী, সাবেক সচিব ও পুলিশ প্রধান তৈয়ব উদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু বকর সিদ্দিকী (অব:) কে বিশেষ গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

crest

গুণীজন সম্মাননা শেষে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। ঢাকা শিশু হাসপাতালের নবজাতক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ চৌধুরীকে সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জ্যেষ্ঠ ভিজুয়্যাল এডিটর সরদার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি (২০১৬ - ২০১৮) গঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব আবু সাইদ সালাউদ্দিন মাহমুদ, ঢাকা ট্রাফিক পশ্চিম এর উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, ব্যারিস্টার আহমেদ সোহেল, পরিচালক ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট- মো. সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, বিশিষ্ট সংগীত শিল্পী পারভীন মুশতারী, স্কয়ার কনজুমার এর ডিজিএম আবু তৈয়ব সিদ্দিকী ও জাগোনিউজ২৪.কম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক আনোয়ার হোসেনসহ বদলগাছী উপজেলার বিশিষ্টজনরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।