চাঁপাইনবাবগঞ্জে সনাকের মানববন্ধন


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৮ নভেম্বর ২০১৫

`জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই` এ দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। শনিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, প্যারিস চুক্তিতে আইনী বাধ্যতার আওতায় দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ নীতি মেনে কোনো অবস্থাতেই ঋণ নয়, উন্নয়ন সহায়তার অতিরিক্তি ও নতুন অনুদানকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণসহ ১২টি বৈশ্বিক ও ২টি জাতীয় দাবি তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
 
এসময় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সাইদুল ইসলাম রেজা, মাহবুবুর রহমান মিন্টু, গৌরী চন্দ বর্মন প্রমুখ। এর আগে শহরের কাঁঠাল বাগিচার টিআইবির কার্যালয় থেকে একটি পদযাত্রা শুরু হয়ে ক্লাব সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

আব্দুল­াহ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।