কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান‍া


প্রকাশিত: ১১:২৬ এএম, ১১ নভেম্বর ২০১৪

মানহানির একটি মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান‍া জারি করেছেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার বিকেলে আদালত এ পরোয়ানা জারি করেন।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রুহুল আমিন মজুমদার নামের এক ব্যক্তি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। এরপর ১৮ মার্চ কাদের সিদ্দিকী এই মামলায় জামিন পান। কিন্তু এরপর মামলায় বাদী ও বিবাদী কেউ আর আদালতে হাজির না হওয়ায় আজ আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে বাদীকেও আদালতে হাজির না হওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।

নালিশি মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলেছিলেন।

জরুরি সংবাদ সম্মেলন

এদিকে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিজের অবস্থান ও প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

বুধবার বিকেল ৪টায় মোহাম্মদপুরের ২০/৩০ বাবর রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী মো. ফরিদ এ তথ্য জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।