বাণী-বচন : ২৮ নভেম্বর ২০১৫
স্বার্থপরতার স্বভাবই এই যে, সে ক্রমশ সঙ্কীর্ণতার দিকে আকর্ষণ করে।
-রবীন্দ্রনাথ ঠাকুর
শরীরের বলের চেয়ে মনের বলের শক্তি অনেক বেশি।
-কাজী নজরুল ইসলাম
বচন
পাপও লুকায় না
সাগরও শুকায় না
অর্থ : সাগরের পানি যেমন কখনও শুকায় না তেমনি পাপও চিরদিন লুকায়িত থাকে না- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস