গোয়াইনঘাটে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আটক ৫


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে থুবরী শিলচান্দ জলমহাল নিয়ে সংঘর্ষে ওসিসহ ৩৫ জন আহত হওয়ার ঘটনায় পৃথক দুটি  মামলা দায়ের করা হয়েছে। পৃথক এ দুটি মামলায় আসামি করা হয়েছে সহস্রাধিক ব্যক্তিকে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দুই মামলায় ৩ নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে থুবরী শিলচান্দ জলমহালের ইজারাদার মানাউরা প্রভাতি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তীর্থ রঞ্জণ সরকার বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে অপর মামলাটি করেন।  

আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার কালাগুলগ্রামের মৃত সুরুজ আলীর ছেলে রমজান আলী, একই গ্রামের মবত উল্লাহর ছেলে হাসান আলী, গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী জমিরন নেছা, আয়াত উল­াহর স্ত্রী কমলা বেগম, ও আফতাব উদ্দিনের স্ত্রী আলিয়া বেগম।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, জলমহাল নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মামলায় ৩ নারীসহ ৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. সালাউদ্দিনের নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ উপজেলার থুবরী শিলচান্দ জলমহাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান চালায়। এ সময় জলমহালের অবৈধ দখলদার স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী মনাফ বাহিনীর কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র দিয়ে অভিযানকারীদের ওপড় হামলা চালায়। হামলায় থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন।

ছামির মাহমুদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।