গুলশানের ফাঁকা রাস্তায় বেপরোয়া দুই গাড়ির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

রাজধানীর গুলশান নিকেতন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। অন্য গাড়িটি সড়কের পাশে লাইটপোস্টে ধাক্কা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি দুটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (১৭ এপ্রিলে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, নিকেতন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ আহত হননি। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে গাড়ি দুটি উদ্ধার করে।

গাড়ি দুটির মালিকপক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের রাস্তায় বের হওয়ার অনুমতি ছিল কি-না এমন প্রশ্নের জবাবে ওসি আবুল হাসান বলেন, তাদের কাছে মুভমেন্ট পাস ছিল। তাই আর কোনো পদক্ষেপ নিতে হয়নি।

টিটি/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।