আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১১ নভেম্বর ২০১৪

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর শেরশাহ্ সূরী রোড হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের নাম আহমেদ ওয়াদুদ জুম্মান ওরফে সাইফুল ওরফে ডেইজ ওরফে অর্ণব।

তার কাছ থেকে দুই লাখ টাকা, দুই হাজার ইউ.এস ডলার, স্বর্ণালংকার, ল্যাপটপ, মডেম, হার্ডডিস্ক, পেনড্রাইভ, মোবাইল ফোন, চাকু, ম্যাকগাইভার নাইফ ও বিভিন্ন ধরনের বই-পত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আহমেদ ওয়াদুদ জুম্মান জানায়, সে ২০১২ সালে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টের মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (গওঝঞ) হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে। একই বছরে সে ধানমন্ডির লেক হেড গ্রামার স্কুলে কম্পিউটার শিক্ষক হিসাবে যোগ দেয়। ওই সময় সে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।