সাহিত্য মানবতাবোধকে জাগ্রত করে


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

সাহিত্য মানুষের জীবন ও মানবতাবোধকে জাগ্রত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

শুক্রবার দুপুরে শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, সততা ও সৌন্দর্য্য সাহিত্যকে সুন্দর করে। সত্যের পথে অবিচল থেকে সত্য ঘটনাকে আপনার লেখনীর মাধ্যমে তুলে ধরবেন, তাহলেই আপনার লেখা স্বার্থক হবে। জীবন ও সাহিত্য একে অন্যের পরিপূরক। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান।

খুলনা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাযহারুল হান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, সাহিত্য অনুরাগী মোস্তাইন বিল্লাহ দারা, কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস ও খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে খুলনা সাহিত্য পরিষদের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ।

আলমগীর হান্নান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।