হাসপাতালে চিরকুট লিখে করোনা রোগীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ এপ্রিল ২০২১

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিরকুট লিখে রেখে ১১তলা থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল হক মনি (৫০) নামের এক করোনা রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসিব ইকবাল করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলেন। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

নিহত হাসিব ইকবাল হক মৃত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ স্কাটনের একটি বাসায় থাকতেন তিনি।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।