রাজধানীর অলিগলিতে রমরমা ভ্যান বাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্যানে করে শাক-সবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি বেড়েছে। দিনের একটা সময় অলিগলিতে হাঁক-ডাক দিয়ে বেচা-কেনা করছেন এক শ্রেণির খুচরা ব্যবসায়ী। এদিকে, দুপুরের পর যথারীতি নির্ধারিত স্থানেই বসছে অস্থায়ী ভ্যান বাজার।

শুক্রবার (১৬ এপ্রিল) মিরপুরের ১২ নম্বর বিভিন্ন অলিগলিতে দেখা গেছে জমজমাট ভ্যান বাজারের দৃশ্য। বিক্রেতারা বলছেন,দৈনিক অথবা মাসিক চুক্তিতে ভ্যান ভাড়া নিয়ে তারা পণ্য বিক্রি করছেন। অল্প করে পণ্য এনে বিক্রি করায় থাকছে না নষ্ট হওয়ার ঝুঁকি। ফলে ক্রেতারাও তাজা শাক-সবজি, মাছসহ অন্যান্য পণ্য হাতের নাগালেই পাচ্ছেন।

bazer03

মোহাম্মাদ তাজউদ্দিন নামের এক ব্যবসায়ী জানান, গত বছর বায়িং হাউজের চাকরি ছেড়ে মাসিক তিন হাজার টাকা চুক্তিতে একটি ভ্যান ভাড়া করে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি শুরু করেছিলেন।

তিনি বলেন, করোনার কারণে মানুষ ঘরের বাইরে যেতে চায় কম। অফিসে থেকে ফেরার পথে কিংবা জানালা দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনে নেয়। আর দোকান ভাড়া না থাকায়, বাজার থেকে অনেক কম মূল্যে পণ্য পাওয়া যায়।

সবজি বিক্রেতা হামিদুল জানান, এখন বিক্রি ভালোই। লকডাউন হলে বিক্রি বাড়ে। অলিগলি ঘুরে দেখা যায় মাছ, মাংস, সবজি, ফল, জামা-কাপড়, হাড়ি-পাতিল সবই মিলছে ভ্যানে।

bazer03

বিক্রেতারা জানান, সারাদিনে তিন-চার হাজার টাকা পুঁজি খাঁটিয়ে ৬-৭ শ টাকা লাভ হয়। এই টাকা দিয়েই তাদের সংসার চলে। একদিন ব্যবসা বন্ধ থাকলে পরিবারের জন্য পরের দিনের খাবার যোগাতে শঙ্কিত থাকতে হয় তাদের।

ক্রেতারা বলছেন, হাতের কাছে পণ্য পাওয়া যায় ভ্যানে। তাই অনেকেই এখন আর বাজারমুখী হচ্ছেন না।

এসএম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।