ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন
বরিশাল নগরীর হাসপাতাল রোডে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে এক অটোরিকশা যাত্রীর বাম হাতের কবজি বিচ্ছিন্নসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ঝালকাঠী সদর উপজেলার আশিয়ার গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাবের বাম হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া নগরীর ফিশারী রোডের বাসিন্দা মো. সুজনসহ আরও ২ জন আহত হয়।
এ ঘটনার পর পরই টহল পুলিশ আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করে। কবজি বিচ্ছিন্ন হওয়া ওহাব ঢাকার মিরপুরে হ্যামকো কোম্পানিতে চাকরি করেন এবং সুজন বরিশালে ব্যবসা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজন ও ওহাবের স্বজনরা বলেন, শুক্রবার ভোরে লঞ্চঘাট থেকে অটোরিকশা নিয়ে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন। ল’ কলেজের সামনে যাত্রীবেশী একজন অটোরিকশার গতিরোধ করে। অটোরিকশাটি থামামাত্র ধারালো অস্ত্রধারী ৩ দুর্বৃত্ত হঠাৎ করে অটোরিকশা যাত্রীদের কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাহমুদ বলেন, আহত ওহাবের কবজি হাত থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। ওই হাতে আর কাজ করা যেত না। তাই তার কবজি কেটে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক বলেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. আনছার উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার পর পরই টহল পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক তাকে রক্তও সংগ্রহ করে দেয় পুলিশ। এ ঘটনায় হামলাকারী ছিনতাইকারীদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
সাইফ আমীন/এসএস/এমএস