বড় জাহাজ দেখে নদীতে লাফ, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ১৫-২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডাঙ্গারচর থেকে সল্টগোলা ঘাটের উদ্দেশে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই নৌকার ইঞ্জিন বিকল হয়ে নোঙর করে থাকা একটি বড় জাহাজের ফাঁকে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা কর্ণফুলী নদীতে লাফ দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনা কবলিত ওই নৌকাটিতে দুধ ও সবজি বিক্রেতা এবং পোশাকশ্রমিক মিলিয়ে ১৫-২০ যাত্রী ছিল। একটি বড় জাহাজ দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফ দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘নৌকায় থাকা যাত্রীরা আরও একজন নিখোঁজ থাকার কথা বললেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি।’

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।