দেশে উগ্রবাদীর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৭ নভেম্বর ২০১৫

বাংলাদেশ বার বার উগ্রবাদীদের হামলার শিকার হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে মাহবুবুর রহমান বলেছেন এই হামলা গণতন্ত্রের জন্য অসনি সংকেত।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত‘চ্যালেঞ্জেস অফ এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ শীর্ষক’এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
     
লে.জে মাহবুব বলের ,‘বাংলাদেশ শান্তির দেশ এ দেশে কোনো জঙ্গি থাকতে পারে না। কিন্তু বর্তমান দেশে গণতন্ত্র না থাকায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে।

দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জঙ্গীবাদের উত্থান রোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।’

সাবেক এই সেনা প্রধান বলেন,‘বিদেশি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে আইএস কিন্তু সরকার বলছে দেশে কোনো আইএস নেই। তাহলে সরকার তাদেরকে গ্রেফতার করে প্রমাণ করছে না কেন দেশে আইএস নেই।’

বাংলাদেশ বার বার উগ্রবাদের স্বীকার হচ্ছে এটা গণতন্ত্রের জন্য অসনি সংকেত। এদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে এদেশ এক সময় সিরিয়া, আফগানিস্থানের,মত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক এমপি সৈয়দ আসিফা আশরাফ পাপিয়া,বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।