ধানসহ সব ফসলের লাভজনক মূল্য দাবি
ধানসহ সব ফসলের লাভজনক মূল্য ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি ব্যবস্থা আজ বিপর্যস্ত। কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায় না, প্রতি বছরই সার-ডিজেল-কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পায়। কিন্তু সেই তুলনায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে সবসময়ই বঞ্চিত হয়।
সবচেয়ে বেশি হাড়ভাঙ্গা পরিশ্রম করে কৃষকরা ফসল ফলায়, কিন্তু সেই পরিশ্রমের মূল্য তারা পায় না। সাধারণ ক্রেতা বেশি দামেই ফসল কিনলেও সেই মূল্য কৃষক পর্যন্ত পৌঁছায় না। মধ্যেস্বত্ত্বভোগীরাই তা ভোগ করে, যে কারণে কৃষকদের মানবেতর জীবনযাপন করতে হয় সব সময়ই।
সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিও জানান তারা। বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কিষাণী সভা এ মানববন্ধনের আয়োজন করে।
এএস/এআরএস/পিআর