আজকের জোকস : ২৭ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৭ নভেম্বর ২০১৫

জাহিদ গ্রামীণফোন কল সেন্টারে চাকরি পেয়েছে। কিন্তু প্রথম দিনেই গ্রামীণফোনের কর্মকর্তারা চাকরি থেকে অব্যাহতি দিলো। কি হয়েছিল প্রথম দিনে?
ফার্স্ট কলার : হ্যালো।
জাহিদ : হ্যাঁ, বল্টু বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
কলার : আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে।
জাহিদ : আরে পাগল, নষ্ট হয়েছে তো কি হয়েছে? এখন রবি সিমে সুযোগ সুবিধা ভাল আপনি একটা রবি সিম কিনে ফেলেন।

*****

স্যার : বল্টু, বলতো রবি ঠাকুরের পূর্ব নাম কি ছিল?
বল্টু : একটেল ঠাকুর স্যার, কারণ একটেল এখন রবি।

*****

মন্টু : বাবা আজ তোমাকে একটা কথা বলতে চাই?
বাবা :  বল।
মন্টু : আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে পাঁচটা ফেক আইডি খুলছি।
বাবা : হারামজাদা! তোর আর কোন কাজ নাই? এইসব আকাম করছ? তা এই কথা তুই আমাকে কেন বলছিস?
মন্টু : বাবা তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করতাছো ঐটা আমিই।

*****

রাস্তায় এক যুবতী হেটে যাচ্ছে। এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবতীটি যুবককে তাকিয়ে থাকতে দেখে বলল-
যুবতী : কি দেখছেন এইভাবে?
যুবক : আপনাকে।
যুবতী : শয়তান ছেলে। এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই? আপনার ঘরে কি মা বোন নাই?
যুবক : জ্বী, মা বোন তো আছে কিন্তু নানী নাই। আপনি দেখতে একদম আমার নানীর মত।

*****

বল্টুর ফাঁসির রায় হল ।
পুলিশ : বল্টু মরার আগে তোমার শেষ ইচ্ছা কি?
বল্টু : আমার শেষ ইচ্ছা পূরন করবেন?
পুলিশ : হ্যাঁ করবো ।
বল্টু : তাহলে ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন ।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।