পাকিস্তান সুপার লিগে ভারতীয় ক্রিকেটার!


প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

তাহলে কি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনুমতি পেতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তা রাজিব শুক্লার কথাতে তেমনই ইঙ্গিত পাওয়া গেলো।

শুক্লা নিজেই জানিয়েছেন, আসন্ন পিএসএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুরোধ করলে বিসিসিআই তা বিবেচনা করবে।

তিনি বলেন, এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে আমরা এ ধরনের কোনো প্রস্তাব পাইনি। তবে এ বিষয়ে তারা আমাদের সঙ্গে আলোচনা করলে, বিষয়টি আমরা বিবেচনা করবো। পাকিস্তান যদি পিএসএলে ভারতীয় খেলোয়াড়দের চায়, আমরা বিষয়টি ভেবে দেখবো।

আমিরাতের দুবাই এবং শারজাহ শহরে আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পিএসএলে কিছু ভারতীয় খেলোয়াড় পেতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান নাজাম শেঠি। তবে পিএসএলের বিস্তারিত এখনো প্রকাশ করেনি পিসিবি। এ পর্যন্ত তারা কেবলমাত্র সম্প্রচার সত্ব বিক্রি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে কিছু কাজকর্মই সীমাবদ্ধ রেখেছে।

বিসিসিআইর নীতি অনুযায়ী, বিদেশি কোনো ঘরোয়া টি-২০ লিগে তারা নিজ খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেয় না। তবে শুক্লা বলেছেন, পিসিবি তাদের কাছে অনুরোধপত্র পাঠালে বিষয়টি বিবেচনা করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।