৫ উইকেট হারিয়ে চাপে চট্টগ্রাম


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংইয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। আবুল হাসানের বলে উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল।

পরের ওভারে ফরহাদ রেজা বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেললে দারুণ চাপে পড়ে যায় দলটি। দলীয় ২১ রানে ইয়াসির আলী, ৪১ রানে তিলকারাত্নে দিলশান ও ৫০ রানে আমির আউট হলে বিপর্যয় ঘটে চট্টগ্রামের। শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০ রান করেছেন। নাঈম ইসলাম ৮ রানে ব্যাট করছেন। এদিন দুই দলেই তিনটি করে পরিবর্তন এনেছেন। চিটাগাং ভাইকিংস তাসকিন আহমেদ, আসিফ আহমেদ এবং চামারা কাপুগেদেরার পরিবর্তে দলে ঢুকেছেন এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম এবং জীবন মেন্ডিস।

অপরদিকে  ঢাকা ডায়নামাইটসের হয়ে একাদশে ঢুকেছেন সৈকত আলী, সাদমান হোসেন এবং ম্যালকম ওয়ালার। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান এবং রায়ান টেন ডেসকাট।

এর আগে চিটাগাং ভাইকিংস তিন ম্যাচের দুটি পরাজয়ের স্বাদ পেয়েছে। অপরদিকে ঢাকা ডায়নামাইটস দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। সমান পয়েন্ট থাকায় এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য থাকবে এগিয়ে যাবার।
 
চিটাগাং ভাইকিংস :
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, এনামুল হক জুনিয়র, জিয়াউর রহমান, ইয়াসির আলী, শফিউল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আমির, সাঈদ আজমল, তিলকারাত্নে দিলশান ও জীবন মেন্ডিস।

ঢাকা ডায়নামাইটস :
কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, সৈকত আলী, সাদমান হোসেন, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, ম্যালকম ওয়ালার।

আরটি/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।