বাংলাদেশও খেলতে পারে দিবারাত্রি টেস্ট
আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রি টেস্ট খেলতে আগ্রহী নিউজিল্যান্ড। আগামীকালই (শুক্রবার) মাঠে গড়াচ্ছে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ। ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান লিন্ডসে ক্রোককার নিজেই এমন আগ্রহের কথা জানিয়েছেন।
আগামী বছরের ডিসেম্বরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সেই সিরিজেই একটি টেস্ট দিবা-রাত্রির করার কথা ভাবছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
তার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্ল্যাঙ্কেট শিল্ডের তিনটি ম্যাচ দিবারাত্রির করার পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গোলাপি বলের ম্যাচগুলো হওয়ার কথা অকল্যান্ড, হ্যামিল্টন ও নেপিয়ারে।
ক্রোককার বলেন, ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে দিবারাত্রির টেস্ট খেলার সঠিক সময় মনে করছি আমরা। নভেম্বরে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই ডিসেম্বর এই সিরিজের সম্ভাব্য সময় হতে পারে। তবে এ ব্যাপারে আমরা এখনো তাদের (বাংলাদেশ) সঙ্গে আলোচনা করিনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ইএসপিএন ক্রিকইনফোকে জানান, বাংলাদেশ এখনও এ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। তারা এখনও আমাদের কিছু জানায়নি। যদি জানায়, তাহলে সেই প্রস্তাব আগে ক্রিকেট কমিটিতে যাবে, সেখান থেকে বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।
জেডএইচ/পিআর