পুলিশের জন্য আসছে দূরপাল্লার বিশেষ বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৯ এপ্রিল ২০২১

প্রথম বর্ষ পূর্তিতে আইজিপি বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে পুলিশ সদস্যদের যাতায়াতের জন্য দূরপাল্লার যাত্রায় ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’।

বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী/স্বামী ও সন্তান) এই বাস সেবা নিতে পারবেন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বাস সার্ভিসের বিষয়টি জানানো হয়। পোস্টে জানানো হয়, প্রথম বছর পূর্তিতে আইজিপি মহোদয় এর বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’। বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ (কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন।

পুলিশ হেডকোয়াটার্স/ রাজারবাগ পুলিশ লাইন্স/ মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন্স/ জেলা পুলিশ লাইন্স হতে প্রতি শনিবার দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে বলেও জানানো হয়।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, জনবান্ধব পুলিশ গড়তে ড. বেনজীর আহমেদ যুগান্তকারী যে সকল পদক্ষেপ হাতে নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা। জনগণকে যারা সেবা দিবেন তাদের কল্যাণ নিশ্চিত না হলে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই, পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় এবং উপযুক্ত নানা প্রকার কল্যাণ কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। সদস্যদের সন্তানদের জন্য মানসম্মত লেখাপড়া ও তাদের সঠিক দিকনির্দেশনার বিষয়টিও রয়েছে এখানে।

তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল আইজিপি পুলিশ সদর দফতর থেকে এ বাস সার্ভিস উদ্বোধন করবেন। বাস সার্ভিসটি চালু হলে পুলিশ সদস্য ও তাদের পরিবার এক জেলা থেকে অন্য জেলায় নিরাপদে ও স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।