হতাশা কাটানোর উপায় খুঁজছেন রিয়াজ


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৬ নভেম্বর ২০১৫

স্ত্রী আর এক পুত্র নিয়ে এই শহরে সুমনের বসবাস। সে একটা ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। হাজারো মানুষের দ্বারে ঘুরে বেড়ান একটা পলিসির জন্য। কিন্তু যেখানেই যান কেউ সুমনকে পাত্তা দেয় না।

একসময় আর্থিক অনটনের কারণে সংসারের চাহিদা ঠিকমতো মেটাতে পারেন না সুমন। পলিসির টার্গেট পূরণ করতে না পারায় সুমনের চাকরিটাও চলে যায়। এদিকে একমাত্র ছেলে তার নতুন জুতার আবদার করে। কোনো উপায় না দেখে নিজের মোবাইল আর ঘড়ি বিক্রি করে ছেলেকে নিয়ে মার্কেটে যান। কিন্তু পকেটমার তার মানিব্যাগ নিয়ে গেলে কিছু না কিনেই বাসায় ফিরতে হয়।
 
এভাবেই নিজের জীবন নিয়ে প্রতিনিয়ত হতাশায় ডুবে থাকেন সুমন। সেই হতাশা কাটানোর কোনো উপায় খুঁজে পান না তিনি। অবশেষে মনের দু:খে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘নাগরিক’। আর এ নাটকে সুমন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে।
 
জিয়াউর রহমান জিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া ও এবিএম রন্টু।  নাটকটি শুক্রবার, ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।