পল্লবীতে রান্নাঘরের এক্সজস্ট ফ্যান খুলে চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৬ এপ্রিল ২০২১

রাজধানীর পল্লবী থানার সেকশন-১০ এলাকায় রান্নাঘরের এক্সজস্ট ফ্যান খুলে একটি বাসায় চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ আলী (৩৫) ও মো. শিমুল হাওলাদার (৩২)।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৫ এপ্রিল) বিকেলে পল্লবী এলাকা থেকে মো. মাসুদ আলীকে এবং সন্ধ্যায় রূপনগর এলাকা থেকে মো. শিমুল হাওলাদারকে গ্রেফতার করা হয়।

ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে, শিমুল হাওলাদারের কাছ থেকে বাদীর চুরি যাওয়া দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দিবাগত রাত একটা থেকে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা পল্লবী থানার সেকশন-১০ এলাকার একটি বাসার রান্নাঘরের এক্সজস্ট ফ্যান খুলে বাসার ভেতরে প্রবেশ করেন। বাসা থেকে তারা দুটি ল্যাপটপ, একটি মোবাইল ও ১ লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় ৩১ মার্চ পল্লবী থানায় একটি মামলা হয়।

টিটি/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।