লকডাউনের একদিনে মুরগির দাম কেজিতে কমল ১০০ টাকা
সাতদিন লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানি বা সোনালি মুরগির দাম কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে সোনালি মুরগির দাম। একদিনের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা।
মঙ্গলবার রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, সেগুনবাগিচা, শান্তিনগর, যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের খবরে শনি ও রোববার ক্রেতারা বাড়তি কেনাকাটা করেছেন। এখন বাজারে ক্রেতার চাপ কমে গেছে। এ কারণে দাম কমেছে।
তাদের দাবি, দাম কমলেও এখন মুরগির বিক্রি কম। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে মুরগির দাম আরও কমতে পারে। এমনটি হলে খুচরা ব্যবসায়ীরা লোকসানের মধ্যে পড়বেন। ইতোমধ্যে কোনো কোনো ব্যবসায়ী লোকসান গুনছেন।
ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) সোনালি মুরগির কেজি বিক্রি হয় ৩৪০ থেকে ৩৬০ টাকা। আজ বেশিরভাগ দোকানে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তবে যারা আগে কিনে রেখেছেন তারা ২৮০ থেকে ৩০০ টাকা দাম চাচ্ছেন।
অন্যদিকে ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতো এ মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
রামপুরা মোল্লাবাড়ির মুরগি ব্যবসায়ী আলামিন বলেন, পাইকারিতে আজ সোনালি মুরগির দাম অনেক কমে গেছে। যে কারণে আমরাও কম দামে বিক্রি করতে পারছি। গতকাল সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ৩৬০ টাকা। আজ সোনালি মুরগি ছোটগুলো ২৪০ এবং বড়গুলো ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, আজ দাম কমলেও বিক্রি নেই। এর কারণ দুদিনে মানুষ অনেক কেনাকাটা করেছে। তাছাড়া লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে মানুষের মধ্যে। এসব কারণেই বিক্রি কমে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে মুরগির দাম আরও কমবে।
এ ব্যবসায়ী থেকে একশ গজ দূরেই মুরগি বিক্রি করা হানিফ আলী সোনালি মুরগির দাম চাচ্ছেন ৩০০ টাকা কেজি। বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘আমার মুরগি দুদিন আগে কেনা। প্রতি কেজি মুরগি ৩০০ টাকার ওপর কেনা পড়েছে। গতকাল পর্যন্ত ৩৬০ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম কমায় লোকসান দিয়ে বিক্রি করছি। সকাল থেকে দুটি মুরগি বিক্রি করেছি ২৮০ টাকা কেজি।’
রামপুরা বাজারে ১৫০ টাকা কেজি ব্রয়লার ও ২৬০ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি করা আরিফ বলেন, “সোনালি মুরগি ‘সস্তা’ হয়ে গেছে। ৩৬০ থেকে ২৬০ টাকায় চলে এসেছে। এরপরও বিক্রি কম। বিকালের পর দোকানও খোলা রাখা যাচ্ছে না। সব মিলিয়ে আমরা বিপাকে আছি।”
কারওয়ান বাজারের ব্যবসায়ী ইসমাইল বলেন, ‘মুরগির দাম কমে গেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে দাম আরও কমবে। কারণ সাড়ে তিনশ টাকার সোনালি মুরগি এখন ২৪০ টাকায় বিক্রি হলেও ক্রেতা কম। ১৬০ টাকার বয়লার মুরগি এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে লকডাউন না থাকলে রোজার আগে মুরগির দাম বাড়তে পারে।’
খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘সোনালি মুরগির দাম এভাবে কমবে আমরা ধারণাও করতে পারিনি। চাহিদা কমার কারণে এভাবে দাম কমে গেছে। সোনালি মুরগির দাম কমার কারণে ব্রয়লার মুরগির দামও কমেছে। লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আমাদের ধারণা লেয়ার মুরগির দামও কমে যাবে। কারণ আড়াইশ টাকায় সোনালি মুরগি বিক্রি হলে ২০০ টাকা দিয়ে কে লেয়ার মুরগি কিনবে?’
যাত্রাবাড়ীর মুরগি ব্যবসায়ী লিটন শেখ বলেন, “এবার মুরগিতে বড় ‘ধরা’ খেয়েছি। কেজিতে একশ টাকা নাই হয়ে গেছে। তিনশ টাকার ওপর কেনা সোনালি মুরগি এখন আড়াইশ টাকায় বিক্রি করছি। অথচ গতকালও সাড়ে তিনশ টাকা কেজি বিক্রি হয়েছে।”
তিনি বলেন, বাজারে এখন প্রতিযোগিতা অনেক। আজ যারা মুরগি কিনেছেন তারা সোনালি মুরগি আকারভেদে ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। প্রতিযোগিতায় টিকতে এখন লোকসানে মুরগি বিক্রি করতে হচ্ছে। কারণ ক্রেতা যেখানে দাম কম পাবে, সেখানে চলে যাবে।
এমএএস/এমএইচআর/এমকেএইচ