শাহজালালে দেড় লাখ অবৈধ সিগারেট জব্দ


প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ ৫৬ হাজার স্টিক বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার এক অভিযানে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে এক লাখ ৪০ হাজার ফাইন প্রাইম ও ১৬ হাজার ব্ল্যাক ব্রান্ডের সিগারেট পাঁচটি বড় কার্টনে ভরা ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে জানান, অবৈধ সিগারেটগুলো কুয়ালালামপুর থেকে মালিন্দো এয়ারের একটি ফ্লাইটের মাধ্যমে (ওডি-০১৬২) ঢাকায় আসে।

জসিমউদ্দিন নামে এক ব্যক্তির নিকট সিগারেটগুলো পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তের পর চালানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মহাপরিচালক।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।